আল জয়নাল ফেব্রিক্স মার্কেটের উদ্বোধন ইফতার ও দোয়া মাহফিল

  • সকাল নারায়ণগঞ্জ

 

 

ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে নগরীর চাষাড়ায় আল জয়নাল ফেব্রিক্স মার্কেটের উদ্বোধন করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার সন্ধায় চাষাড়া রেললাইন এলাকায় নবনির্মিত এ মার্কেটের উদ্বোধন করেন কুতুববাগ দরবার শরীফের পীরসাহেব শাহসুফী সৈয়দ জাকির শাহ।

মার্কেটটির মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন ওরফে আল জয়নাল বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের কারণে আজ এই মার্কেটটি উদ্বোধন করতে পেরেছি।

এসময় সমাজের বিভিন্ন স্তরের কয়েকশত মানুষদের সাথে নিয়ে ইফতার গ্রহন করেন কুতুববাগ দরবার শরীফের পীরসাহেব শাহসুফী সৈয়দ জাকির শাহ। এর আগে, দোয়ায় মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।