পিতার সুস্থতা কামনায় না’গঞ্জবাসীর নিকট দোয়া চাইলেন অয়ন ওসমান

  • সকাল নারায়ণগঞ্জ

 

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান  হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন । বুধবার রাতে পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

 

শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করে জানান, টেস্ট করা হচ্ছে কী কারণে পেটে ব্যথা হচ্ছে। হাসপাতালে সার্বক্ষনিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এ সময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

 

এদিকে সাংসদ শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিনান ওসমান অয়নও বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাসাসে তিনি শামীম ওসমান অসুস্থতার কথা উল্লেখ করে দোয়া চান।

 

ফেসবুকের স্ট্যাসাসে তিনি উল্লেখ করেন, আব্বু গত কাল রাত থেকে অসুস্থ এবং বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনারা সবাই উনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া কামনা করছি। আস-সালামু আলাইকুম।