বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুন্দর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

  • সকাল নারায়ণগঞ্জ

 

 

সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুন্দর আলীকে(৭৫)   রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন করা হয়েছে।আজ রবিবার (১৯ মার্চ) জোহরের নামাজের পর কদমতলী মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায়  জানাজা শেষে তাকে আদমজী কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ রাজস্য সার্কেল তানজিমা আঞ্জুম সোহানিয়া, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভুঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, শহিদুল ইসলাম, মজিবুর রহমান সাওদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিকের) ৬ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর, বিশিষ্ট  ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী মো. হুমায়ন কবিরসহ স্থানীয় জনতা।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুন্দর আলীর ছেলে মো. বাদল জানান, তার পিতা দীর্ঘ পাঁচ বছর যাবত অসুস্থ ছিলেন। গতকাল রাত ১টা ৪০ মিনিটে তিনি তার কদমতলী উত্তরপাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সুন্দর আলী তার পরিবারের স্ত্রী এবং ছয় সন্তান রেখে গেছেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুন্দর আলী মুক্তিযুদ্ধ চলাকালীন সিদ্ধিরগঞ্জ থানায় অন্যান্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে একত্রিত ছিলেন। তিনি আদমজী জুটমিল থাকাকালীন থেকে আওয়ামী লীগের কর্মীও ছিলেন বলে জানান তার পরিবার।