সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, ‘বিশ্বের অনেক নাম করা ব্যক্তিরাই স্কুল পরীক্ষায় ফেল করেছে। অতএব ভয় পাওয়ার কিছু নাই। আবার অনেকেই আছেন যারা স্কুলে পড়াশোনা করেন নি কিন্তু অনেক নাম করেছেন। যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাই ভয় পাবার কিছু নেই। তোমাদের কোনো সমস্যা থাকলে আমার কাছে আসবা। প্রথমদিন আমি বলেছিলাম, আমি তোমাদের সঙ্গে অনেক সময় কাটাবো কিন্তু তা হয়নি। স্কুলের শিক্ষকরা আমাকে আনতে পারেনি। তারা মনে করেন, আমি আসলেই তাদের বকঝকা করবো। আমি তাদের পরবর্তন করতে চেয়েছিলাম, এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু তারা এগিয়ে যাবার নয় পিছিয়ে আসার।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল প্রাঙ্গণে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার, নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষত মো. আব্দুল বারী, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।