সকাল নারায়ানগঞ্জঃ কিশোরী ধর্ষণের ঘটনায় মিমাংসার নামে অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করার অপরাধে গ্রেপ্তার আনিসুর রহমান শ্যামলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন। বাদীর উপস্থিতিতে তার জিম্মায় ১০ হাজার টাকা বন্ডে জামিন পায় কাশীপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি (বহিষ্কার) শ্যামল।
আসামিপক্ষের আইনজীবী এড. মো. সালাহ উদ্দীন ভূঁইয়া সবুজ জানান, শ্যামলের প্রতি কোনো অভিযোগ নেই বাদীর এবং সে জামিন পেলে তাদের কোনো সমস্যাও নেই এমন বক্তব্যের উপর ভিত্তি করে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত বাদী জিম্মায় আনিসুর রহমান শ্যামলকে দশ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ভোরে একটি ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর গোয়ালবন্দ এলাকা থেকে আনিসুর রহমান শ্যামলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, এক কিশোরী ধর্ষণের ঘটনায় বিচার শালিসের নামে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে হুমকি-ধামকি দেওয়াসহ অভিযুক্ত তুর্জকে পালাতে সহযোগিতা করে শ্যামল। পরবর্তীতে কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।