সকাল নারায়ানগঞ্জঃ সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ডিআইজি হাবিবুর রহমান তাকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের ক্রেষ্ট ও সম্মাননা পদক তুলে দেন। মামলা নিষ্পত্তি, অজ্ঞাত হত্যা মামলার রহস্য উদঘাটন, গণধর্ষন মামলার আসামী আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক, মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদানের কারণে তিনি এ সম্মাননা অর্জন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ ঢাকা বিভাগের সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। ২০১৯ সালের ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে তিনি এই পুরষ্কারে ভূষিত হন।
জানা যায়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ ২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
মোহাম্মদ আহসান বলেন, এ প্রাপ্তিতে কাজের উৎসাহ অনেক বেড়ে গিয়েছে। কর্মজীবনের পুরো সময় পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।