1. : deleted-8bfgAz1c :
  2. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  3. skriaz30@gmail.com : skriaz30 :
  4. : wp_update-1698141025 :
  5. : wpcron20dc4723 :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস উপলেক্ষে নারী জাগরণ মঞ্চ’র উদ্যোগে আলোচনা সভা বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা দুবাই প্রবাসি ইউসুফ খানের ইন্তেকাল, বন্ধু আজমেরী ওসমানের শোক প্রকাশ  বৈরী আবহাওয়া কে উপেক্ষা করে রাজপথে শান্তি শোভাযাত্রা করেছেন আজমেরী ওসমান ৪৮ ঘন্টা অবরোধের বিরুদ্বে আজমেরী ওসমানের নেতৃত্বে গাড়ি বহর ও মোটর সাইকেল শোভাযাত্রা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর বাংলাদেশ মহিলা পরিষদ না’গঞ্জ জেলার স্মারকলিপি প্রদান সরকার গায়ের জোরে একতরফা নির্বাচন করলে জনগণের রুদ্ররোষ থেকে বাঁচতে পারবে না ৯ম দফায় দুইদিন ব্যাপী অবরোধের বিরুদ্ধে আজমেরী ওসমানের নেতুত্বে শোভাযাত্রা ফুটবল থেকে বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন ডি মারিয়া

নারায়ণগঞ্জবাসীর আস্থা ও ভালোবাসার প্রতিক পারভীন ওসমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

মুজিব আদর্শের আকুতভয় যোদ্ধা ও আলো বিচ্ছুরণের বাতিঘর, গেরিলা বীর মুক্তিযোদ্ধা, বাংলার ইতিহাসের রাজপূত্র মরহুম একেএম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান ।পারভীন ওসমান বর্তমানে নারায়ণগঞ্জবাসীর কাছে ‘আম্মাজান’ হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন লাভ করেছেন। এই দম্পতির ঘরে এক ছেলে ও দুই কন্যা আছে।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে পরিবারের সকলের সাথে হত্যা করা হয়।  ১৯৭৫ সালের  ১৪ আগস্ট প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান তার সহধর্মিণী পারভীন ওসমানকে বিয়ে করে ওসমান পরিবারে নিয়ে আসেন।বিয়েতে শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল উপস্থিত ছিলেন। ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলে নাসিম ওসমান তার সহধর্মিণী পারভিন ওসমানকে ফেলে হত্যার প্রতিশোধ নিতে চলে যান।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত স্বামী নাসিম ওসমানের আসন নারায়ণগঞ্জ-৫ এ মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন পারভিন ওসমান। যোগ দিয়েছেন জাতীয় পার্টিতে। মনোনয়ন ঘোষণার আগে চালিয়েছেন একাধিক প্রচারণা। দেবর সেলিম ওসমান মহাজোটের টিকেট পেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন ওসমান রাজনৈতিক প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নেন। তবে তাঁর কর্মীদেরকে সেলিম ওসমানের পক্ষে কাজ করতে বলেন।

 

৯ বছর পেরিয়ে গেলেও স্বামী হারা এই নেত্রী হেটে চলেছে স্বামীর দেখানো পথেই। অনুপ্রেরণা হয়ে পাশে রয়েছেন একমাত্র পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান, পুত্রবধু সাবরীনা ওসমান জয়া,নাতি আলিফ ওসমান ও আফরিন ওসমান, আইরিন ওসমান সহ পরিবারের সদস্যদের অফুরন্ত ভালবাসা ও সকলের দোয়াই তার আগামী দিনের উজ্জল ভবিষ্যত। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় করছেন ব্যপক অনুদান। পথ শিশু ও এতিমদের মাঝে সে এখন হয়ে উঠেছে আনন্দ দূত। নারায়ণগঞ্জবাসীর মাঝে হয়ে উঠেছে এক আস্থা ও ভরসার প্রতীক। যার নাম পারভীন ওসমান। তার সংসার জুড়েও ফুট ফুটে ছেলে সন্তানের আর্ভিবাব ঘটেছে। যার নাম রাখা হয়েছে আজমেরী ওসমান। ওসমান পরিবারের সমর্থকরা মনে করছেন কোন এক সময় পারিবারিক পরম্পরায় দাদা ও বাবার মত পরবর্তী  প্রজন্মের হাল ধরবে আজকের এই আজমেরী ওসমান।

 

উল্লেখ্য যে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হন। (২৪ মার্চ) ঢাকার বনানী পার্টি অফিসে সংগঠনটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাঁর হাতে প্রেসিডিয়াম সদস্যের পদোন্নতির চিঠি তুলে দেন।

 

জাতীয় পার্টির দলীয় প্যাডে উল্লেখ করা হয় , আপনাকে (পারভীন ওসমান) জাতীয় পার্টির উপদেষ্টা পথ থেকে পদোন্নতি প্রদান করে প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

 

পারভীন ওসমান জানান, পদ-পদবী বড় কথা নয়, ভালো কিছু করতে চাই। আমি সকলের ভালবাসায় সিক্ত হয়েছি। আমি দলের চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। আমি তা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করবো। আর এজন্য আমি আমার নারায়ণগঞ্জবাসী ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীকেও কৃতজ্ঞতা জানাই। আগামীতে আমার প্রয়াত স্বামী ও নারায়ণগঞ্জবাসীর সপ্ন পূরণে আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। হিংসা বিদ্বেষ নয়, আপনাদের সকল সাংবাদিক সমাজসহ আমি সকলের সহযোগীতা কামনা করছি।

 

এদিকে, ২০১৯ সালের ২৫শে আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পারভীন ওসমানকে জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা হিসেবে নির্বাচিত করেছিলেন।

 

উল্লেখ্য, প্রয়াত সাংসদ এ কে এম নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসন থেকে লাঙ্গল প্রতীকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালের ৩০শে এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাসিম ওসমান। পারভীন ওসমানের স্বামী সাংসদ প্রয়াত নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL