সিদ্ধিরগঞ্জের এক অটো চালককে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে বন্দরে নিয়ে তার ব্যবহৃত অটোগাড়ী ও নগদ টাকা চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পরেছে চার ছিনতাইকারী। পরে তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ভক্তভোগী অটো চালকের ভগ্নিপতি ও অটো মালিক মাছুম রানা বাদী হয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে জনতা কর্তৃক আটককৃত ৪ চোরকে আসামী করে বন্দর থানায় এ চুরি মামলা দায়ের করে। যার মামলা নং- ৩৩।
এর আগে গত সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া নরপর্দিস্থ পাকা রাস্তার পাশে নুরী মোস্তফার বালুর মাঠে এ ঘটনাটি ঘটে। পরে, স্থানীয় জনতা আটককৃত চোরদের কবল থেকে চোরাইকৃত অটোগাড়ীটি উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত ছিনতাইকারীরা হলো- সবুজ খান (২৯), ইমরান ওরফে সাগর (২৫), হৃদয় (২২) ও সানি আলম (২০)।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টায় অটো চালক আশাদুল হক জিবীকার তাগিদে মিশুক নিয়ে রাস্তায় বের হয়ে সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে আসেনি। সে সাথে তার ব্যবহারকৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ঘটনার ওই দিন রাত ৮টায় মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ অটো মালিককে ফোন করে জানায় মিশুক চালক আশাদুল হক পুলিশ হেফাজতে রয়েছে।
আটককৃতরা যাত্রী সেজে সিদ্ধিরগঞ্জ সাইলো গেইট হইতে সিদ্ধিরগঞ্জ ২ নম্বর যাওয়ার উদ্দেশ্যে অটো গাড়ীতে উঠে। পরে যাত্রী বেশী চোরের দল অটো চালককে কৌশলে সিংগার ও পানি সেবন করালে মুহুর্তের মধ্যে শ্যালক আশাদুল হক অচেতন হয়ে পরে। অটো গাড়ী চুরি করার সময় বিষয়টি বন্দরে স্থানীয় জনতার নজরে পরলে এলাকাবাসী ৪ অটো চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে আমি পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত আমার শ্যালকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করি।