সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্ব পাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. লিটন (৩৫), একই এলাকার মৃত শাহআলমের ছেলে মো. আলমগীর (৪২) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৃষ্ণপুর গ্রামের -মোবারক হোসেনের ছেলে রাজিব আহমেদ (২৪)।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে মিজমিজি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
এদিকে স্থানীয়রা জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আলমগীরকে গত সোমবার ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করে। পরে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ওইদিনই মধ্যরাতে ছাড়া পায় আলমগীর। এ ঘটনায় মিজমিজি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, আটক হওয়া আলমগীর দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার পরিবারের সদস্যের দিয়েও মাদকের কারবার করেন তিনি। ইতিমধ্যে একাধিকবার প্রশাসনের কাছে গ্রেফতার হওয়া সত্বেও তার মাদকের রমরমা ব্যবসায়ে কোনো ঘাটতি পড়েনি। শুধু আলমগীরই নয় এ এলাকাকে মাদকের হটস্পটও বললেও চলে। কেউ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে বিভিন্ন হুমকির শিকার হতে হতো এলাকাবাসিকে।