বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। তার আগে তাঁদেরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাতে বাসা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার ঘটনায় গত ৮ ডিসেম্বর পল্টন থানায় দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।
রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে শুক্রবার দুপুরে গোয়েন্দা প্রধান (ডিবি) হারুন অর রশীদ বলেছেন, ‘গত আট ডিসেম্বর পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে তাঁদেকে কারাগারে পাঠিয়ে দেব।’
কি অভিযোগ তাদের বিরুদ্ধে, এমন প্রশ্নে হারুন অর রশীদ বলেন, ‘পুলিশের ওপর বর্বরোচিত হামলা হয়েছে। ককটেল নিক্ষেপ করা হয়েছে। জানমালের ক্ষতি হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা এ অপরাধের উসকানিদাতা। আমরা আরও নজরদারি রাখছি। কেউ যদি অপরাধ করে, তাঁকে আইনের আওতায় আনা হবে।’