সিদ্ধিরগঞ্জে পুলিশের দায়েরকৃত নাশকতা ও বিষ্ফোরক মামলায় বিএনপি ও নাগরিক ঐক্যের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাউন্সিলর দিদার আলম, নাগরিক ঐক্যের থানার সমন্বয়ক আলী হোসেন ওরফে নূর আলী, নাগরিক ঐক্যের মাঠ পর্যায়ের কর্মী সংগ্রাহক মেহেদী হাসান রতন, বিএনপি কর্মী সুজন, রুবেল, রবিউল হাসান। শুক্রবার (২ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, ১ ডিসেম্বরের মামলায় রতন ও বাকিদের ২৭ নভেম্বরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।
এর আগে ২৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করার অভিযোগে বিএনপির ৩৯ জন নেতাকর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন।