সকাল নারায়ণগঞ্জঃ ১৩ ক্যান বিয়ারসহ জবেদা (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই নারী আড়াইহাজার ব্রাহ্মন্দী ইউনিয়ণ পরিষদের বালিয়াপাড়া দক্ষিনপাড়া এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী।মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ধৃত নারী র্দীঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। মঙ্গলবার তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।’