নারায়ণগঞ্জ সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খাৎনা অনুষ্ঠিত।
২৫শে নভেম্বর রোজ শুক্রবার দুপুর ২ঃ৩০ মিনিটে পশ্চিম হাজীগঞ্জ ওয়াবদারপুল (প্রাইমারি স্কুল সংলগ্ন) এলাকায় বিনামূল্যে সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পাঁচ আসনের জনপ্রিয় নেতা চার বারের সাবেক সংসদ সদস্য , নারায়গঞ্জের রাজনৈতিক শিক্ষা গুরু, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিণী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননী পারভীন ওসমান।
প্রধান অতিথি হিসেবে জননী পারভীন ওসমান তার বক্তব্য বলেন, আমাকে যেকোন অনুষ্ঠানে আমন্ত্রন করা হলে আমি সেখানে উপস্থিত থাকার জন্য যথাসাধ্য চেস্টা করি। আমি নারায়ণগঞ্জে বউ হয়ে এসেছি ১৯৭৫ সালে সে এক বিশাল আমার জীবনের কাহিনী। আমি এমন একটা পরিবারের বউ সবসময় চেস্টা করি মানুষের সুখের ও দুখের সময় পাশে দাঁড়ানোর।
এইসময় তিনি ছাত্র সমাজের উদ্দেশ্য বলেন রাজনীতি করো ভালো কথা কিন্ত রাজনীতি করতে এসে পদ পদবির কথা চিন্তা করলে হবেনা। রাজনীতি করলে হলে প্রথমে ভালোবাসতে হবে দেশকে তারপর দেশের জনগনকে। নারায়ণগঞ্জবাসীর মুখে মুখে নাসিম ওসমানের নামের কারন হলো তিনি একবারের মুক্তিযোদ্ধা নয় উনি কিন্তু দুইবার মুক্তিযোদ্ধা।উনি এই দেশকে এবং বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে বিয়ের পর আমাকে রেখে মিত্থা কথা বলে ভারতে চলে যান।
এইসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু,সবুজ,শহীদ,অনিক,সাগর,হারুন,মান্নান,মাসুম,বাবু,আকাশ,শুভ,সোহান,রাকিব,আফিফ পাঠান রকি সহ অন্যান্য নেতাকর্মীরা।