সকাল নারায়ানগঞ্জঃ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম) ও ফতুল্লার পঞ্চবটিস্থ বিসিক নগরীর ব্যাবসায়ী নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় নারায়ণাগঞ্জ পুলিশ লাইনস সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাবসায়ী নেতৃবৃন্দরা বিসিক শিল্প অঞ্চলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় নেতৃবৃন্দরা সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানালে পুলিশ সুপার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো
হল, বেসিক নগরীর অভ্যান্তরীণ যানযট,বেসিক নগরীকে ঘিরে মাদক ব্যবসায়ীদের
সাম্রাজ্য, শ্রমিকদের বেতনের টাকা ছিনতাইসহ নানাবিধি সমস্যা।
পুলিশ
সুপারের সভাপতিত্বে এসময় সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিসিক শিল্প মালিক
সমিতি সভাপতি মো. হাতেম,বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ
সারোয়ার, নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, বাংলাদেশ
হোসিয়ারী সিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজলসহ বিভিন্ন ব্যবসায়
সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।