ফতুল্লায় সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

  • সকাল নারায়ণগঞ্জ

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

 

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোরে ফতুল্লার হাটখোলা এলাকায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে যানবাহনে ডাকাতির চেষ্টার সময় তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- আরিফুল ইসলাম (২০), সজিব মিয়া (১৯) ও সোহেল (২৫)।

 

ফতুল্লা মডেল থানার ওসি জানান, যানবাহনে ডাকাতির প্রস্তুতির সময় ধারালো দেশীয় অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করা হয়। ওই সময় ডাকাতিতে রাজু প্রধানসহ ১৪/১৫ জন ছিল। তারা পালিয়ে গেছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাবাদ করা হলে তারা রাজুসহ ৬জনের নাম বলতে পেরেছে। এঘটনায় মামলা হয়েছে। এছাড়া রাজু প্রধানের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

উল্লেখ্য, ফতুল্লার দেওভোগ বাঁশমুলি এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস যাবত দফায় দফায় রাজু প্রধান ও সাললু বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।