সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মফিজুল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার শিবগঞ্জ কালারচর এলাকার রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী বাস ঢাকা সিলেট মহাসড়কে চলাচলরত একটি রিকশাকে ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিকশাচালক মফিজুল মারা যায়। পরে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।