সকাল নারায়ানগঞ্জঃ ২০০১ সালে পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমাবেশে বোমা হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে সিপিবি নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।বোমা হামলার ঘটনায় ১০ জন আসামির মৃত্যুদন্ড দেয়ায় এসময় আনন্দ প্রকাশ করেন তারা।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে চাষাঢ়া শহীদ মিনারে ওই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি নারায়ণঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, সভাপতি ভবাণী সংকর রায়, সমনার সভাপতি দুলাল সাহা, উদিচির সভাপতি জাহিদুল হক দিপু, প্রগতিশীল লেখক সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাতায়নের সভাপতি নজরুল ইসলাম মিন্টু, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ফারুক মহসীন, সংস্কৃতিক কর্মী সুজয় রায় চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির ছাত্র-শ্রমিক বোমা হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন এবং পরে হাসপাতালে একজনসহ মোট পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন। এদিকে ঘটনার ১৯ বছর পর সোমবার (২০ জানুয়ারি) মামলায় ১০ জন আসামির বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত।