ফতুল্লার গাবতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৭ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।বুধবার (২ নভেম্বর) ভোরে মাসদাইর খানকা শরীফ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় হওয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) নাজমুল হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাবতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনার পিস্তল, দুটি সুইচ গিয়ার, ছুরি ও রশি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সড়কে অটোরিকশা থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট করে নিতো।
গ্রেপ্তারকৃতরা হলেন- কামাল হোসেন, রাকিব, সাব্বির, শাকিল, হারুন ও ফয়সাল।