নারায়ণগঞ্জ ২নং রেল গেইট ও টানবাজার এলাকায় চলছে রমরমা মাদক ব্যবসা।রাজনৈতিক কিছু নেতার সহযোগিতায় এ ব্যবসা বিস্তার লাভ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যবসাকে কেন্দ্র করে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ। মারাত্মক হুমকির মুখে পড়ছে পারিবারিক ও সামাজিক জীবন।
টানবাজার, জিমখানা ও ২নং রেল গেইট এলাকায় চলছে অবাধে মাদক ব্যবসা। আর এসব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের প্রকাশ্য বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। কেউ কিছু বললে তাদের ওপর নেমে আসে খড়গ।
এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়,টানবাজার ও ২নং রেল গেইট এলাকায় দিনরাত সবসময় চলে মাদক কারবারিদের ব্যবসা। মাদক সেবীদের নিরাপদ স্থান হওয়ায় নির্বিঘ্নে চলে তাদের ফেনসিডিল, ইয়াবা, টাফেনটা ট্যাবলেট, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক সেবনের কাজ। তবে মাদক সেবীদের আনাগোনা বেশী লক্ষ্য করা যায় বিকেল থেতে গভীর রাত পর্যন্ত। রাত যতবাড়ে মাদক সেবীদের জন্য এইসব এলাকা পরিণত হয় অভয়ারণ্য।
২ নং রেল গেইট এলাকার মাদক ব্যবসায়ীরা হচ্ছে, ইমরান,দিপু,রুবেল এর ভাই নয়ন,অসত,ফর্মা উজ্জ্বল,শাহিন,ইমান,পুতুলি,দুলালি,বিল্লাল,তাছলি ও দুলালের মেয়ে অপর্না।
এছাড়া পুরো টানবাজার এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত রয়েছেন নুর ইসলাম শিবা যার ছত্রছায়ায় টানবাজার এলাকায় রয়েছে একটি মাদক সিন্ডিকেট।
অনুসন্ধানে জানা গেছে, জেলা শহরে উঠতি বয়সের তরুণদের একটি বিরাট অংশ নেশার জগতে পা দিয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। অনেক অভিভাবক তার মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিতে কুণ্ঠবােধ করছেন না। শহরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় বিক্রি হয় গাঁজা ও হেরােইনসহ জীবনঘাতী বিভিন্ন মাদকদ্রব্য।