নারায়ণগঞ্জের ফতুল্লায় কোস্ট গার্ডের অভিযানে ১১০০ লিটার চোরাই ডিজেলসহ ০১টি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ অক্টোবর দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর ২০২২ রাত আনুমানিক ০১ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার পাগলা লেঃ শাম্স সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বুড়িগঙ্গা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১০০ লিটার চোরাই ডিজেলসহ ০১টি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত চোরাই ডিজেল এবং ইঞ্জিন চালিত ট্রলার পাগলা নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তাস্তর করা হয়।