জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ বি.আর.টি.সি বাস ডিপো ও ট্রেনিং সেন্টারে শহীদ শেখ রাসেলের ম্যুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করা হয়।
১৮ অক্টোবর (মঙ্গলবার) খানপুর বি.আর.টি.সি বাস ডিপো ও ট্রেনিং সেন্টারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বি.আর.টি.সি বাস ডিপো ও ট্রেনিং সেন্টারের ইউনিট প্রধান জনাব শাহরিয়াল বুলবুল।
এক বক্তব্যে তিনি বলেন, শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক আর এই প্রতিপাদ্যকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা,কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ সহ প্রমুখ।