নারায়ণগঞ্জের নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৩ জনের মরাদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) রাতে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাওন, জীম ও রিফাত। এদের বয়স (১৭-১৮)।নিহত শাওন বার একাডেমি স্কুলের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।
জানা যায় রিফাত ও শাওন দুইজন সাঁতার জানতো শুধু জিম নামক ব্যক্তি সাঁতার জানতোনা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির ঘটনায় শাওন, জিম ও রিফাত নামে তিনজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে। এদের বয়স ১৭ থেকে ১৮। তাদের বাড়ি খানপুর, ডনচেম্বার এলাকায়।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নৌকাটিতে নবীগঞ্জ মেলায় ঘুরে ফিরছিলেন নিহতরা সহ তাদের ১১ জন বন্ধুরা। নৌকায় ছিদ্র থাকার কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। এখন পর্যন্ত আর কেউ নিখোঁজ আছে বলে কেউ জানায়নি।
নারায়ণগঞ্জ নৌ-ফাড়ির সাব ইন্সপেক্টর ফোরকান এর তত্ত্বাবধানে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নৌকাডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রথমে ২ জন এবং পরে আরও ১ জনের মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, নৌকাটি ফেরির সঙ্গে ধাক্কা লেগেছিল বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।