নারায়ণগঞ্জ ফতুল্লা জামতলা (শাহিন ডাক্তারের গলির) এলাকায় মামুন সাহেবের বাড়ির ভাড়াটিয়া চায়ের দোকানদার স্বামী আলমের নির্যাতনে নাসিমা (২৪) নামের এক গৃহবধুর আত্মহত্যার অভিযোগ।
১৩ই অক্টোবর রাত ৭ টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেয়ার পর ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি মারা যান।
নিহতের পরিবার জানায়,কয়েক বছর আগে আলমের সঙ্গে নাসিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করতো তার স্বামী। বৃহস্পতিবার নির্যাতনের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসিমা। তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফতুল্লা থানার এসআই সারোয়ার জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী আত্মহত্যা বলে মনে হয়েছে।তার ধারণা, অভাবের সংসারে ঝগড়ার কারণে অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে। তারপরও প্রকৃত ঘটনা জানার জন্য লাশ ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।
নিহতের শশুরবাড়ির পরিবারের দাবি,নিহত নাসিমা (২৪) স্বামীর সাথে জগড়া করে এক পর্যায়ে বিষপানে আত্মহত্যা করেন।
এলাকাবাসী জানান,নিহত নাসিমা এবং আলম সংসারে প্রায়ই জগড়া করতো এবং এর আগে বেশ কিছুবার এলাকার পঞ্চায়েত তাদের ৯/১০ বার জগড়া মিমাংসা করে দেন। তাদের দাবি আলম প্রায়ই তার বউকে নির্যাতন করতো।তাদের সংসারে রাহিম নামের একটি ৩ বছরের বাচ্চা রয়েছে।
এব্যাপারে ফতুল্লা থানার তদন্ত অফিসার সকাল নারায়ণগঞ্জ কে জানান,উক্ত বিষয়ে সুষ্ঠু তদন্ত করে মামলার প্রস্তুতি চলছে।