জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে। ফলে, বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এজন্য দেশের অধিকাংশ স্থান হয়ে পড়েছে বিদ্যুৎহীন।
আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শামীম হাসান।
মো. শামীম হাসান বলেন, ‘আজ মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে এ বিপর্যয় ঘটে। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার বড় অংশে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। দুপুর ৩টা ১০ মিনিট পর্যন্ত সময়ে যমুনা নদীর পাড় থেকে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা গেছে। বাকি অংশে কাজে চলছে।’
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইন্টেন্যান্স) মো. মাসুম আলম বকসী গণমাধ্যমকে বলেন, ‘ আমরা এখনও জানি না, কী হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা করছি। শুধু একুটু বলতে পারি যে, দেশের বিভিন্ন এলাকায় এ মুহূর্তে বিদ্যুৎ নেই