ফতুল্লার ভুইগড় থেকে নারী সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তাদের কে ফতুল্লা মডেল থানার ভুইগড়স্থ মফিজুল ইসলাম নয়নের চতূর্থ তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে
গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের নিকট থেকে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃীলা চামরীর মৃত আমির হোসেনের পুত্র ও ফতুল্লা মডেল থানার ভুইগড় মফিজুল ইসলামের দ্বিতীয় তলার ভাড়াটিয়া বশির উদ্দিনের স্ত্রী রোমানা সুলতানা নিশি (২৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় গেন্ডারিয়ার মাদক দপ্তর নিয়ন্ত্রণের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার বিকেল চারটার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় মফিজুল ইসলাম নয়নের চতূর্থ তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভাড়াটিয়া গ্রেফতারকৃত রোমানা সুলতানা নিশির ফ্ল্যাটে অভিযান চালিয়ে নিশি সহ টেকনাফের বাসীন্দা সোহেল মিয়া কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে শনিবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।