সকাল নারায়ানগঞ্জঃ আসন্ন নারায়নগঞ্জ আইনজীবী সমিতি ২০২০-২১ কার্যকরী পরিষদের নির্বাচনে পূর্ণ প্যানেলে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামীপন্থী আইনজীবী এড.আনিসুর রহমান দিপু-এড. আবু আল মুজাহিদ পলু প্যানেল।
বুধবার(১৫ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনার এড. মেরিনা বেগম’র কাছে ১৭ জনের মনোনয়ন জমা দেন তারা।
মনোনয়ন জমা শেষে সভাপতি পদে এড. আনিসুর রহমান দিপু বলেন, ,আমাদের প্যানেলে যারা আছে তারা প্রত্যেকেই ছাত্র রাজনীতি করে আসছে। সবাই প্রগতিশীল রাজনীতি করে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী আইনজীবিদের নিয়ে আমরা প্যানেল গঠন করেছি। অতীতে আমাদের লড়াই সংগ্রাম করার ইতিহাস আছে। সেই সাথে স্বৈরাচার সম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার ইতিহাস আছে। আমরা যারা নির্বাচনে আছি তারা প্রত্যেকেই আওয়ামীলীগের গুরত্ব পুর্ণ পদে আছি। আমরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ এবং গণতান্ত্রিক আইনজীবি সমিতি যৌথ প্যানেল পরিষদ ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছি। নির্বাচনে জয়ের বেপারে আমরা শতভাগ আশাবাদি। এবং সুষ্ট নিরপেক্ষ নির্বাচন হলে আমরাই জয়ী হবো। যার যার স্বাধীন ইচ্ছা স্ব্যাধীন মতামত নিয়ে নির্বাচন করবে। এখানে বাধার কোন প্রশ্ন আসে না। আমরা পরিক্ষিত। পূর্বেও আমরা সবাই আইনজীবি সমিতির নির্বাচনে পাশ করে দায়িত্¦ পালন করেছি।
প্যানেলে সভাপতি পদে এড. আনিসুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক এড. আবু আল মুজাহিদ পলু ছাড়াও আরো রয়েছেন সিনিয়র সহসভাপতি পদে মো. আনোয়ার হোসেন, সভাপতি পদে এড. মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহেল মিয়া, আল মামুন ভূইয়া, আপ্যায়ন সম্পাদক পদে এড. মামুন সিরাজুল মজিদ, লাইব্রেরীয়ান পদে এড নজরুল ইসলাম, ক্রিড়া সম্পাদক পদে এড. সোহেল আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে এড. রঞ্জিত চন্দ্র দে, সমাজ সেবা সম্পাদক পদে আবদুল্লাহ রোমান মোল্লা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. এমদাদ হোসেন সোহেল,কার্যকরী সদস্য পদে এড. মো. আলী আকবর, এড. আবদুর রহিম,মাসুম ভূইয়া, এড. অলি।