1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন শত অসচ্ছল শিশু ও মায়েদের মাঝে আর্থিক অনুদান প্রদান - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি- মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বর্তিক ও নাট্য প্রতযিোগতিা অনুষ্ঠতি সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট, এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার : মোমিন মেহেদী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন শত অসচ্ছল শিশু ও মায়েদের মাঝে আর্থিক অনুদান প্রদান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে অসচ্ছল শিশু ও মায়েদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর পুরাতন সংলগ্ন সরকারি গণগ্ৰন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন শত অসচ্ছল শিশু ও মায়েদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স (ডেভেলপমেন্ট) গাজী মোঃ মোজাম্মেল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করবে, ভয়হীন চিত্তে চলাচল করবে এই ছিলো আমাদের আশা ও আকাঙ্ক্ষা। আমাদের এই অসাম্প্রদায়িক দেশে বিভিন্ন অপশক্তি আমাদের ধর্মীয় ঐক্যকে নষ্ট করার জন্য লিপ্ত হয়েছে। আমরা এই শহরেই বেড়ে উঠেছি। ১৯৯১ সালে যখন ভারতের বাবরি মসজিদ ভাঙ্গে তখন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একটি ভয়ংকর ফ্যাসিবাদি চক্রান্ত দানা বেঁধে উঠেছিল। সেই সময় এই শহরের যারা যুবক ও শুভ বুদ্ধির লোকজন ছিল তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।

 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরে ধর্মীয় সম্প্রীতির সুনাম ছিল তা এখনও রয়েছে এবং ভবিষ্যতেও তা থাকবে ইনশাল্লাহ। এইসব সম্প্রীতির বহিঃপ্রকাশ হিসেবে আজকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলের ধর্মের মানুষের মাঝে অনুদান প্রদান। আমাদের অসম্প্রাদায়িক চেতনার আমি মনে করি এটি একটি বহিঃপ্রকাশ। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা দেখি ঈদের সময় সকল ধর্মের লোক একসাথে ঈদ উদযাপন করি। এবং পুজোর সময় আমরা ছোটবেলা থেকেই বন্ধু-বান্ধব একসাথে পুজোর সময় আনন্দ করেছি। পুজোর সময় হিন্দু বন্ধুদের বাড়িতে গিয়ে আমরা দাওয়াত খেয়েছি এবং ঈদের সময় হিন্দু বন্ধুরাও আমাদের বাড়িতে এসে দাওয়াত খেয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব বন্ধুরে একসাথে মিলিত হতাম। এইযে চেতনা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং এই চেতনা আমাদের মাঝে বজায় থাকুক। এমন একটি সুন্দর আয়োজনের জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

 

তাদের মত এই শহরের যারা আর্থিক সমর্থন আছেন তারাও ভবিষ্যতে এগিয়ে আসবেন।

নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও অনুষ্ঠান উপ কমিটির আহ্বায়ক আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে ও সভাপতি এড. অঞ্জন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আমীর খসরু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল।

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব রঞ্জিত মন্ডল, সদস্য সৌরভ দেউরী, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিছুর রহমান, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জের সভাপতি এসএম আরিফ মিহির, জেলা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি কমলেশ সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, রূপগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, বন্দর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, বন্দর কমিটির সাধারণ সম্পাদক জিতু দাস প্রমুখ।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL