নারায়ণগঞ্জ শহরে অবৈধ মিশুক ও অটোরিক্সা চলাচলে নিষিদ্ধ থাকলেও অবাধে চলাচল করছে পুরো শহরব্যাপি। মিশুক ও অটোরিক্সা শহরে ডুকানোর অপরাধে ১০০ টির বেশি গাড়ি রেকার করা হয় এবং অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।
বুধবার (২৮ই সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এডিশনাল এসপি এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত চাষাঢ়া জিয়া হলের সামনে মিশুক ও অটোরিক্সা রেকারে পাঠিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খাতুনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
এত অভিযান পরিচালনা করার পরো নারায়ণগঞ্জ শহরে কিছুতেই কমানো যাচ্ছেনা এই অবৈধ যানটি। শহরের বর্তমান প্রেক্ষাপটে যানজটের মূল উৎস হয়ে দাড়িয়েছে মিশুক ও অটোরিক্সা।
এইসময় উপস্থিত ছিলেন (টিআই১)-করিম শেখ,(টিআই২)-ইমরান সহ অন্যান্য সরকারি কর্মকর্তা।