নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সোনালী ব্যাংকের সামনে, জামতলা, কলেজ রোড, কালীবাজার, বাস টার্মিনাল, ২ নং রেলগেইট, দেওভোগ, পাইকপাড়া, নিতাইগঞ্জ সহ নানান স্থানে রাত হলেই বাড়ে ছিনতাইকারীদের উপদ্রব। এছাড়া দিনের বেলাতেও নানান চক্র সহজ সরল মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা লুটে নেয়।
২৩ই সেপ্টেম্বর শুক্রবার নগরীর চাষাঢ়াস্থ শান্তনা মার্কেটের নিচে দুকান থেকে দুকানের বিক্রিত জিনিষ চুরি করার সময় চোরকে হাতে নাতে ধরা পড়লে তাকে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারন জনগন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ কয়েকবার উঠে এসেছে চাষাঢ়া ও জামতলার মত গুরুত্বপূর্ণ সড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্যের বিষয়টি। ধাক্কা পার্টির মত সক্রিয় প্রতারক চক্রের খবর উঠে এসেছে গণমাধ্যমেও। তবুও এসব চক্রের সদস্য গ্রেপ্তার হতে দেখা যায়নি। ফলে প্রায় প্রতিদিনই কেউ না কেউ শিকার হচ্ছেন ছিনতাইয়ের। আর এদের অধিকাংশই বিভিন্ন কল কারখানার কর্মী। যাদের সহজেই ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নেয়া যায়।
আর এদের নেপথ্য শেল্টার দিয়ে থাকে চাষাঢ়া শহীদ মিনারে অবস্থিত কিছু নামধারী রাজনৈতিক ব্যাক্তিবর্গ।