নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেওভোগ বায়তুস শরীফ জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা বাংলাদশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির উদ্যোগ এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অয়ন ওসমানের দ্রুত রোগমুক্তি সহ ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ কামনা করা হয়।
জানা গেছে, রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন অয়ন ওসমান। সেখানে দীর্ঘ প্রায় ৫ ঘন্টা ব্যাপি অস্ত্রোপচারের (সার্জারি) পর চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন।
এর আগে পরিবারের পক্ষ থেকে অয়ন ওসমানের দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।