নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাসদাইর বাজার এলাকায় সংগঠনের ১৩নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. শাহাদাত হোসেন রুপু বলেন, ভালোবাসার টানে এখানে এতগুলো লোক উপস্থিত হয়েছে। তাদের আনার জন্য আমাদের এত টাকা খরচ করতে হয়নি এটাই জাতীয় ছাত্রসমাজের সার্থকতা, এটাই ছাত্রসমাজের সৌন্দর্য । জাতীয় ছাত্র সমাজ সামনের রাজনীতিতে বিশ্বাস করে। ভাতৃত্বের রাজনীতি বিশ্বাস করে। ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। জাতীয় ছাত্র সমাজ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। প্রতয়াত নেতা পল্লী পিতা হোসেইন মোহাম্মদ এরশাদ স্যারের অসমাপ্ত কাজেকে সমাপ্ত করার লক্ষ্য নিয়েঅসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্য নিয়ে, আমার নেতা জননেতা প্রয়াত নাসিম ওসমান স্যারের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্য নিয়ে গান ওরে তুই জননী জনাবা পারভীন ওসমানের হাতকে শক্তিশালী করতে জাতীয় ছাত্রসমাজ সবসময় কাজ করে যাবে ইনশাল্লাহ।
এসময় জাতীয় ছাত্র সমাজ, নারায়ণগঞ্জ মহানগরের ১৩ নং ওয়ার্ডের ১১ সদস্যর আহবায়ক কমিটি বিলপ্ত ঘোষণা করে আফিফ পাঠান রকিকে সভাপতি ও মো. জুয়েল হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সভায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয় ছাত্র সমাজ, ১৩নং ওয়ার্ডে কমিটির সদ্য সাবেক আহ্বায়ক আফিফ পাঠান রকির সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জুয়েল হোসেন সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে ছিলেন মহানগরের সভাপতি মো. শাহ্ আলম সবুজ , সাধারণ সম্পাদক মো. ফয়সাল উল্লাহ্, মহানগরের সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল, মো. আল আমিন ইসলাম সাগর, হৃদয়,সিপন, রানা হোসেন, কাউসার, ইমন,প্রমুখ।