নাসিকের ১২নং ওয়ার্ডে কৃষকের বাজার উদ্বোধন অনুষ্ঠানে আগত জাতিসংঘের প্রতিনিধি প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের, জাভিয়ে বোয়ানের মোবাইল ফন চুরি করার দ্বায়ে এক চোরকে আটক করে পুলিশে দেয় ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
গত (১৬ই সেপ্টেম্বর) শুক্রবার বিকালে কাউন্সিলর কার্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে কাউন্সিলর শওকত হাসেম শকু স্থানীয় এলাকাবাসী ও মহিলা কর্মীদের সহযোগিতায় অই মোবাইল ফন চোরকে খানপুর থেকে ধরতে সক্ষম হয়।
পরে র্যাব-১১ এর সদস্যরা কাউন্সিলর কার্যালয়ে এসে উক্ত চোরকে অনেক জিজ্ঞাসাবাদের পরেও স্বীকারোক্তি বের করতে না পেরে চলে যায়। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার (এসআই) লাবু উক্ত চোরকে জিজ্ঞাসাবাদে কিছু বের করতে না পেরে থানায় নিয়ে চলে যায়।
ঘটনাস্থলে যাওয়া সাংবাদিকরা এবং ১২ নং ওয়ার্ডের সচিব থানায় গিয়ে মামলা করতে চাইলে থানায় থাকা কর্তব্যরত ডিওটি অফিসার তাদের ঘন্টার পর ঘন্টা মামলা নিবে নিচ্ছি বলে বসিয়ে রাখে কিন্ত সর্বশেষ অইদিন আর মামলা নেয়নি।
সকাল নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালের লাইভ ভিডিও দেখে জাতিসংঘের প্রতিনিধি ফ্রান্স থেকে আগত জাভিয়ে বোয়ান উক্ত চোরকে সন্দেহ ও শনাক্ত করেন।
আজ দুপুর ৩ঃ৩০ টার দিকে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু, কাউন্সিলর কার্যালয়ের মহিলা কর্মীরা এবং স্থানীয় যুব সমাজ ক্ষিপ্ত হয়ে পুলিশের উদ্ধারের আগেই চোরের পরিবারকে চাপ প্রয়োগের ফলে চোরের বোন ও মাদক ব্যবসায়ী সিআইডি মাসুমের ক্যাশিয়ার কুমুদিনি বাগানের বাসিন্দা কাকলী কাউন্সিলর কাছ থেকে ১০০০০ টাকার বিনিময়ে অই মোবাইল ফন খানপুরের একটি টেলিকম থেকে নিয়ে ফেরত দেন।অই টেলিকমের লোক ও কুমুদিনি বাগানের বাসিন্দা ছিল।
এব্যাপারে সদর মডেল থানার তদন্ত অফিসার সাইদুজ্জামান সকাল নারায়ণগঞ্জ কে জানান,উক্ত চোরকে মোবাইল ফোন চুরির মামলা প্রদান করা হয়েছে।