আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১নং সংরক্ষিত আসনের সদর ও বন্দর -মহিলা সদস্য পদে নিজের মনোনয়ন পত্র দাখিল করেছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান এম শওকত আলীর কন্যা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির ভাইয়ের স্ত্রী সাদিয়া আফরিন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেন নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের সফল আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য সাদিয়া আফরিন ।
বৃৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা পরিষদ এর ১নং ওয়ার্ড সংরক্ষিত আসনে সদস্য পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এবারের জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ও ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর।