1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
সোনারগাঁয়ে ছয় মাসের এক শিশু সন্তান রেখে এক গৃহবধূ উধাও - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি- মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বর্তিক ও নাট্য প্রতযিোগতিা অনুষ্ঠতি সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট, এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার : মোমিন মেহেদী

সোনারগাঁয়ে ছয় মাসের এক শিশু সন্তান রেখে এক গৃহবধূ উধাও

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

সোনারগাঁয়ে ছয় মাসের এক শিশু সন্তান রেখে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাহমিনা বেগম (২০) নামের এক গৃহবধূর বিরুদ্ধে।

 

এ ঘটনায় তার স্বামী রুহুল আমিন বুধবার (১৪ সেপ্টেম্বর) স্ত্রী ও শাশুড়ির নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

 

অভিযুক্ত তাহমিনা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলাবাজার যাত্রাবাড়ী এলাকার মৃত কবিরের মেয়ে। শাশুড়ির নাম মোসা. আমেনা বেগম (৩৬)। তিনি একই গ্রামের মৃত কবিরের স্ত্রী।

 

রুহুল আমিন উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, তিন বছর আগে রুহুল আমিনের সঙ্গে তাহমিনা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে মোসাম্মাৎ রাইসা নামের ছয় মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

 

তাহমিনা বেগম উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতেন। গোপনে পরকীয়ায় লিপ্ত ছিলেন তিনি। পরকীয়ায় বাধা দিলে স্বামীর সঙ্গে সংসার করবেন না, বাবার বাড়ি চলে যাবেন বলে হুমকি দিতেন।

 

এ নিয়ে বিভিন্ন সময় সালিশ বসে। তবে সন্তানের দিকে তাকিয়ে সংসার করে আসছিলেন রুহুল আমিন। ১০ সেপ্টেম্বর ভোরে তাহমিনা বেগম নগদ চার লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণ ও কাপড়-চোপড় নিয়ে পালিয়ে যান।

 

পরে রুহুল আমিন তার শ্বশুরবাড়িতে যোগাযোগ করলে শাশুড়ি আমেনা বেগম বলেন, তাহমিনা তার ঘর-সংসার করবেন না। পরে ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন।

 

জানতে চাইলে তার শাশুড়ি আমেনা বেগম বলেন, আমার মেয়ে তাহমিনা আমাদের বাড়িতে আসেনি। সে কোথায় গেছে জানি না।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL