মার্কস অ্যাক্টিভ স্কুল চেজ’ জেলা স্কুল দাবা ২০২২ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল সেড-এ মার্কস অ্যাক্টিভ জেলা স্কুল দাবা ২০২২ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও টুর্নামেন্টের আহ্বায়ক জনাব মোহাম্মদ শফিউল ইসলাম এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়, আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে নারায়ণগঞ্জ জেলার অর্ধশতাধিক স্কুলের শিক্ষার্থীগণ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। আগামী ১২ সেপ্টেম্বর, ২০২২ বিকেলে পুরস্কার বিতরণীর মাধ্যমে জেলা পর্যায়ে টুর্নামেন্টের সমাপ্ত হবে।