সকাল নারায়ণগঞ্জ
নগরীর ১নং রেল গেইটের ফলপট্টি এলাকায় এক মহিলা থেকে মোবাইল ফোন ছিনিয়ে ১ নং রেল স্টেশনে পৌছালে স্থানীয় জনতা ইব্রাহিম নামে এক ছিনতাইকারীকে আটক করে গনধোলাই দিয়ে সদর থানায় সোপর্দ করেন।
সোমবার রাত ৭ টার দিকে ১নং রেল গেইট ফলপট্টি এলাকায় এক মহিলার মোবাইল ফোন নিয়ে রেল গেইট দিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে উত্তম মাধ্যম দেয়।
খোজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সোনালী ব্যাংকের সামনে, জামতলা, কলেজ রোড, কালীবাজার, বাস টার্মিনাল, ২ নং রেলগেইট, দেওভোগ, পাইকপাড়া, নিতাইগঞ্জ সহ নানান স্থানে রাত হলেই বাড়ে ছিনতাইকারীদের উপদ্রব। এছাড়া দিনের বেলাতেও নানান চক্র সহজ সরল মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা লুটে নেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ কয়েকবার উঠে এসেছে চাষাঢ়া ও জামতলার মত গুরুত্বপূর্ণ সড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্যের বিষয়টি। ধাক্কা পার্টির মত সক্রিয় প্রতারক চক্রের খবর উঠে এসেছে গণমাধ্যমেও। তবুও এসব চক্রের সদস্য গ্রেপ্তার হতে দেখা যায়নি। ফলে প্রায় প্রতিদিনই কেউ না কেউ শিকার হচ্ছেন ছিনতাইয়ের। আর এদের অধিকাংশই বিভিন্ন কল কারখানার কর্মী। যাদের সহজেই ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নেয়া যায়।
এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।