সকাল নারায়ণগঞ্জ নিউজ পোর্টাল পরিবারের ১০০০০ ফলোয়ারস উপলক্ষে ৫ পাউন্ড ওজনের কেক কেটে ঘরোয়া পরিসরে আনন্দঘন মূহুর্ত উদযাপন করা হয়।
রবিবার ৪ই সেপ্টেম্বর রাত ৮ টায় শহরের খানপুর ডনচেম্বার এলাকায় প্রকাশক ও সম্পাদকের বাসভবনে সকাল নারায়নগঞ্জের পরিবারবর্গ নিয়ে কেক কাটেন সকাল নারায়ণগঞ্জ নিউজ পোর্টালের (প্রকাশক ও সম্পাদক) ছায়ানুর তালুকদার এবং (চীফ ফটোগ্রাফার ও উপদেষ্টা মন্ডলির সভাপতি) জামাল তালুকদার।
এইসময় উপস্থিত ছিলেন সকাল নারায়নগঞ্জের (প্রকাশক ও সম্পাদক) ছায়ানুর তালুকদার,(চীফ ফটোগ্রাফার ও উপদেষ্টা মন্ডলির সভাপতি) জামাল তালুকদার,(বার্তা সম্পাদক) সিয়াম তালুকদার,
(উপদেষ্টা মন্ডলির সদস্য) রাকিবুল হাসান শান্ত,(সিনিয়ার রিপোর্টার) মোঃরুবেল হাওলাদার,(ফটোগ্রাফার) রাশেদুল ইসলাম,(স্টাফ রিপোর্টার)আবু হানিফ, (রিপোর্টার) মোজাফফর,
(স্টাফ রিপোর্টার) জান্নাতুল ফেরদৌস জান্নাত,(ফটোগ্রাফার) শান্ত,(ফটোগ্রাফার) আমিনুল,(ফটোগ্রাফার) বলাই।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোঃরিয়াদ, সাইফান,নাফি,সান,ইমন মল্লিক।