নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মহসিন ক্লাব খানপুরে প্রতিষ্ঠিত হয় ১৯৪৩ সালে। এক সময়ে জেলা পর্যায়ে বিভিন্ন খেলাধুলার সংগঠক ও খেলোয়াড়দের মিলন মেলা ছিল এই ক্লাব। খেলা শিখানো,যুবক এবং সমাজের উন্নতি সাধন করতে বিশেষ ভূমিকা রাখে এই মহসিন ক্লাব।
ফুটবল জগতে এক সময় ব্যাপক দাপট ছিল এই ক্লাবের। বাংলার ম্যারাডোনা খ্যাত সম্রাট হোসেন এমিলি,রিয়াজ উদ্দিন আল মামুন,মাহবুব হোসেন স্বপনরা ছিল এই ক্লাবের দাপুটে খেলোয়ার। যে কারনে জেলা ছাড়িয়ে সারা বাংলাদেশে এই ক্লাবের সুনাম ছড়িয়ে পড়ে।
এরপর কালের বিবর্তনে চলে যায় যুগের পর যুগ। জরাজীর্ণ অবস্থায় পরিনত হয় এই ক্লাব।সম্প্রতি এই ক্লাবটি ভেঙে পুর্নগঠন আধুনিকায়ন করে একটি ভবন নির্মান করে দেন ইপলিয়ন গ্রুপের চেয়ারম্যান খানপুরের কৃতি সন্তান এই ক্লাবের একজন দক্ষ খেলোয়ার রিয়াজ উদ্দিন আল মামুন।
আর এই নতুন ভবনের মহসিন ক্লাব ফিতা ও কেক কেটে এবং খানপুর জোড়া টাংকি মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন হয় আজ বিকাল ৪ টায়।ঐতিহ্যবাহী এই ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন আল মামুন।
এরপর সন্ধ্যা ৬ টায় প্রাক্তন ফুটবলারদের মধ্য প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এ নিয়ে খানপুর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।