সকাল নারায়ানগঞ্জঃ বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনটির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সংগঠনটির জেলা কার্যালয়ে শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪ টায় আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনের সদস্যরা।
এসময় শুভ দেব বলেন, ‘আমরা চাই সাম্য, মানবিক মর্যাদাসম্পন্ন ও সকলের বসবাসের জন্য নিরাপদ একটি বাংলাদেশ। শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে উৎপাদনমূখী গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রামরত। আমরা লড়ছি শিল্প, সংস্কৃতি ও মানবিক সমাজ বিনির্মাণের শপথে। সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে যুক্ত হবার জন্য আপামর ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রিচার্ড, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহ-সভাপতি শুভ্র কুমার সহ বিভিন্ন অঞ্চল শাখার নেতৃবৃন্দ।