সকাল নারায়ানগঞ্জঃ একই দিনে ২টি বাল্যবিবাহ বন্ধ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। এসময় পাত্রীর
পিতা মাতা ১৮ বছরের আগে বিয়ে দিবে না বলে মুচলেকা দেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের নেতৃত্বে ওই ২ টি বিবাহ বন্ধ করা হয়।
নাজমা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যেরবাজার ইউনিয়নের নাকাটিভাঙ্গা গ্রামে নবম শ্রেণীর শিক্ষার্থীর বাবা মা তার বাল্য বিবাহের আয়োজন করেছে বিষয়ে জানতে পারি । পরে তৎক্ষণাৎ ওই বিয়ে বন্ধের উদ্যোগে নেওয়া হয়। এ সময় ওই ছাত্রী পিতা মাতা তাকে ১৮ বছরের আগে বিয়ে দিবে না বলে মুচলেকা দেন।
অপররদিকে, মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকার দারোগোল্লা গ্রামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর বাল্য বিবাহের আয়োজন করলে সেটা বন্ধ করে দেয়া হয়। প্রাপ্ত বয়স্ক না হলে ওই ছাত্রীর বিয়ে দিবে না বলে তার পিতা মাতাও প্রশাসনের কাছে মুচলেকা দেন।