সকাল নারায়ানগঞ্জঃ আগামী ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালন করা হবে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলার ৬-১১ মাস বয়সের ৩৫ হাজার ৮শ ৪৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ২লাখ ৮১ হাজার ৩শ৬৭ জন শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার(০৯ জানুয়ারি) সিভিল সার্জন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. মোঃ ইমতিয়াজ আহমেদ এ তথ্য জানান।
তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অত্র জেলায়( সিটি করপোরেশন ব্যাতীত স্থায়ী টিকাদান কেন্দ্র ০৫টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ১হাজার ৫৬ টি এবং ভ্রাম্যমাণ কেন্দ্র ১৫ টি সর্বমোট ১হাজার৭৬ টি কেন্দ্র থেকে সরকারী, বেসরকারি এবং বিভিন্ন সংস্থার ২হাজার১শ৫২ জন স্বাস্থ্য ও পরিবার কল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছড়াও ক্যাম্পেইনে বাদ পরা শিশুদেরকে পরের চারদিন বাড়ি বাড়ি গিয়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, দিবসটি পালনের জন্য সর্বস্তরের জনগোষ্ঠীকে অবহিত করার জন্য ০৯ এবং ১০ জানুয়ারি ২ দিন উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সর্বত্র মাইকে প্রচারণার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ওয়ার্ড পর্যায়ে প্রতিটি কেন্দ্রের জন্য নির্ধারিত ০২ জন করে ২৪ জন স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সম্পন্ন করা হয়েছে। এছাড়া দিবসটির কার্যক্রম জাতীয় ও জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি সুপারভাইজারগন মোবাইল এপস এর মাধ্যমে অনলাইনভিত্তিক সুপারভিশন পরিচালনা করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড হ্যালথ অর্গানাইজেশনের এসআইএমও ডা.ফারহানা আক্তার, সিনিয়র হ্যালথ এডুকেশন অফিসার মোঃ মহিউদ্দিন মিয়া, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মোঃ লুৎফর রহমান স্বপন প্রমুখ।