সারাদেশে এডিস মশার প্রকোপে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারন করেছে। নাসিক ১৫ নং ওয়ার্ডে অদ্য ১২/০৭/২০২৩ইং সকাল ১০টায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।
উদ্বোধন কালে তিনি বলেন এবার এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরের লক্ষন গতবারের চেয়ে ভিন্ন। উচ্চমাত্রার জ্বরের সাথে পাতলা পায়খানা ও পেট ব্যাথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে।
ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে ২/৩ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরও মৃত্যুবরণ করছে। এর অর্থ হল ডেঙ্গু জ্বরের ভিন্ন মাত্রার কারনে রোগীদের বাঁচানো যাচ্ছে না। এজন্য প্রতিষেধকের চেয়ে প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এডিস মশার প্রজণনস্থল চিহ্নিত করার সাথে সাথে যদি নগরবাসীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা যায় তাহলে আমরা সর্বগ্রাসী ডেঙ্গুর হাত থেকে মুক্তি পেতে পারি।
তিনি আরও বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ইতিমধ্যে ঔষধ ছিঁটানো, জরিমানা করা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন। আজকের কর্মসূচীতে ওয়ার্ডের এস.এম. মালেহ রোডের ছোট সাহা পাড়া, বড় সাহা পাড়া, পদ্মসিটি প্লাজা-১, হাজী হাসেম ট্রেড সেন্টারসহ, পি.এম. রায় রোড, এম এম রায় রোড, মহিম গাঙ্গুলী রোড ও মিনা বাজার এলাকার বিভিন্ন বহুতল ভবনের ছাদ পরিভ্রমন করা হয় এবং মাইকে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
এ সময় টবে ও ছাদে জমে থাকা পানিতে মশক নিধন কর্মীরা লার্ভিসাইড ও এলডিসাইড স্প্রে করেন। বাড়ীর ছাদে, টবে ও পরিত্যাক্ত পাত্রে ৩দিনের বেশি যাতে পানি জমে না থাকে সে ব্যাপারে ভবন মালিক ও বাড়ীর কেয়ারটেকারদের সচেতন করেন। এ সময় উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড সচিব মোঃ আবুল কালাম, আরবান ভলান্টিয়ার ও মশকনিধন কর্মীবৃন্দ।