সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৮ জানুয়ারি) সকালে ফতুল্লার ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল।
টুর্নামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে রূপগঞ্জ উপজেলা ও সদর উপজেলা এবারের টুর্নামেন্টে বালক ও বালিকা পর্যায়ে জেলার ৫টি উপজেলার মোট দশটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।