সকাল নারায়ানগঞ্জঃ ফতুল্লায় কিশোরী গণধর্ষণ মামলায় এক যুবককে তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে পুলিশ ৭ দিনের রিমাণ্ড আবেদন করলে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। আসামি রাজন (২০) ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার মো. শাহীন উদ্দিনের ছেলে।
রিমাণ্ডের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, কিশোরী গণধর্ষণ মামলায় পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালত ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, ২৮ আগস্ট রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন জোড়াপুল এলাকার একটি দোকান থেকে সরিষার তেল কিনে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয় ওই কিশোরী৷ পরে শান্ত, শুভ ও রাজনের বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন৷