দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। আর শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৪১৫টি।
শনিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। এ নিয়ে করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৮৯৯ জনে। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৬২ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।