সকাল নারায়ানগঞ্জঃ সহযোগীদের নিয়ে পুলিশের পোশাকে একটি প্রাইভেটকারে ছিনতাইকালে খেলনা পিস্তল ও বেতারযন্ত্রসহ (ওয়ারলেস) এক দুবৃত্তকে আটক করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ভূইগড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ পোশাকে শামীমকে গণপিটুনি দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, তিনটি খেলনা পিস্তল ও দুটি ওয়ারলেসসহ একজনকে করা হয়েছে। তার পড়নে ডিএমপির পোশাক ছিল। আসলে সে পুলিশ সদস্য না। ভুয়া পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তবে তার সহযোগী তিনজন পুলিশ আসার আগেই পালিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পুলিশ পরিচয় দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি প্রাইভেট কার থামায় চার যুবক। পরে গাড়ির কাগজপত্র দেখে থানায় নিয়ে যাওয়ার কথা বলে যাওয়ার পথে ভূইগড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। পরে কাভার্ডভ্যান চালক ও প্রাইভেট কার চালকের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে চার যুবকের তিনজন পালিয়ে যায়। এ সময় শামীম নামের ওই যুবককে মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে যুবককে আটক করে।