করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬২০ জন।
শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে, গতকাল (বৃহস্পতিবার) ৬ জনের মৃত্যু এবং ৮৮৪ দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৪১৯টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬২০ জন এবং মৃত্যু হয়েছে দুইজনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৫ জন।
নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৯৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৫৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।