সকাল নারায়ানগঞ্জঃ উপমহাদেশের বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে নারায়ণগঞ্জ ছাত্রলীগ। বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এ সংগঠনটির জন্ম হয়।
এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় জেলা ও মহানগর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা ছাত্রলীগ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রাফায়েল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত বিন্দু’র নেতৃত্বে সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তারা ১ মিনিট নিরবতা পালন করেন।
পরে সকাল ১০ টায় চাষাড়াস্থ শহীদ মিনারে আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে কেক কাটেন তারা। আনন্দঘন ও উৎসবমুখর এই কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীলসহ আরো অনেকে।