করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১০৪ জন।
বুধবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে, গতকাল (মঙ্গলবার) ৮ জনের মৃত্যু এবং ৮৭৯ দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৯৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯৪৭টি নমুনা। এরমধ্যে একজনের মৃত্যু এবং এক হাজার ১০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১ হাজার ২৪২ জন।
নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৫০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।