সকাল নারায়ণগঞ্জ
চলতি মাসের শেষে শুরু হবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা প্রয়োগ, জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. খুরশিদ আলম।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বুস্টার ডোজ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
সারাদেশে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম। তবে মঙ্গলবার সকাল থেকে খুব একটা সাড়া নেই টিকা কেন্দ্রগুলোতে। টিকা কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, করোনার সংক্রমণ এখন আর মারাত্মক পর্যায়ে না থাকায় ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ কম।
ডা. খুরশিদ আলম আরও জানান, ৭৫ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যমাত্রা পূরণ না হলে চলমান থাকবে টিকা কার্যক্রম। সারাদেশের ৬২৩টি স্থায়ী এবং ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়ার কার্যক্রমের ব্যবস্থা করেছে সরকার।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৬টি কেন্দ্রে ৮টি করে টিম নিয়োজিত আছে টিকা কার্যক্রমে। ঢাকা দক্ষিণে আছে ১০টি কেন্দ্র। আরে সেখানেও ৮টি করে টিম নিয়োজিত আছে করোনার বুস্টার ডোজ নিয়ে।